কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাদাপুর মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপিকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুন ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এউপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন,আমাকে ভোট দিয়েছেন আপনাদের সেবার জন্য। আমি দায়িত্ব পালন করেছি কেবল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ তিনিই একমাত্র কৃতিত্বের দাবিদার। বর্তমানে তিনি নারী শিক্ষার অগ্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.টিপু নেওয়াজ,জেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম,প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার।
দৈনিক দেশতথ্য//এল//