Print Date & Time : 6 September 2025 Saturday 12:32 am

দৌলতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন গ্রেফতার

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফিরোজ আল মামুন কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস কলেজমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, সম্প্রতি উপজেলার ফিলিপনগর এলাকায় পুলিশের অভিযান চলাকালীন পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ফিরোজ আল মামুন ২০১৪-২০১৮ সাল পর্যন্ত দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি দুইবার আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তিনি আড়িয়া ইউনিয়নের চকঘোগা গ্রামের মৃত হারেজ উদ্দিন মন্ডলের ছেলে।