Print Date & Time : 27 July 2025 Sunday 11:22 pm

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। 

রবিবার ( ২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলার রাজস্ব তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করেন তিনি ।

 এসময় উপজেলার বিভিন্ন এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে পাঁচ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন জানান, তাদের এই ক্ষতি কোনো ভাবেই পুষিয়ে দেওয়া সম্ভব নয়, আমরা সকলেই যদি এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিই তাহলে হতাশাগ্রস্ত এই সকল মানুষেরা কিছুটা হলেও উঠে দাঁড়ানোর সুযোগ পাবেন। এসময় তিনি বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ অক্টোবর  ২০২৩