দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর এক টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে পুলিশ এখনো তার নাম-পরিচয় জানাতে পারেনি। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুলইসলা ম জানান, পিপুলবাড়িয়া মাঠে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক
যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর এটি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Print Date & Time : 22 April 2025 Tuesday 10:11 pm