হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে অতিরিক্ত চাল মজুদ করে রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে উপজেলার খলিসাকুন্ডি বাজারের মেসার্স সুইট স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম বলেন,অবৈধভাবে চাল মজুদ রাখায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুম,স্হানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন,২০২৩ অনুসারে খলিসাকুন্ডি বাজারের মেসার্স সুইট স্টোরের সত্ত্বাধিকারী মো. দাউদ হোসেন নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অবৈধ মজুদদারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় অভিযান কাজে সহযোগিতা করেন পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শিমুরুল হাসান শিমুল।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post