Print Date & Time : 5 July 2025 Saturday 6:55 pm

দৌলতপুরে অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রানী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে এ প্রদর্শীর উদ্বোধন করেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা সোহাগ রানা প্রমুখ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার পঞ্চাশটি ষ্টলে গবাদি পশু, হাঁস, মুরগী, কবুতর সহ নানা প্রজাতির পশু-পাখি প্রদর্শিত হয়।

প্রদর্শিত ৫০টি ষ্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সৌখিন কবুতর খামারের মালিক সাংবাদিক সোহাগ ইসলাম, দ্বীতিয় স্থান অধিকার করেন শিমুল কবুতর খামারের মালিক শিমুল এবং তৃতীয় স্থান অধিকার করেন প্রকৃতি পাখি হাউজের মালিক সরোয়ার হোসেন।

ছবির ক্যাপশন: প্রথম স্থান অধিকার কারী পুরস্কার নিচ্ছেন।

এবি//দৈনিক দেশতথ্য//১৬.০২.২০২২//