দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় কাঠ পুড়ানোর দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার ডাংমড়কা এলাকার শরিফুর ইসলামের অনুমোদহীন অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ডকরেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ না মেনে কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অভিযোগে দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় শরিফুল ইসলামের অবৈধ ইটভাটায় অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ না মানার অপরাধে ইটভাটা মালিক শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post