Print Date & Time : 4 July 2025 Friday 9:49 am

দৌলতপুরে অবৈধ করাতকলে মোবাইল কোর্ট

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধ করাতকল পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। মঙ্গলবার (২১জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বারের নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে দৌলতপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জানা যায়,উপজেলা বন কর্মকর্তার আবেদনের প্রেক্ষীতে উপজেলার সেন্টার মোড় এলাকায় পাশাপাশি দুটি স,মিলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে লাইসেন্সবিহীন করাতকল চালানোর দায়ে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার জানান,এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সকল ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

দৈনিক দেশতথ্য//এল//