Print Date & Time : 23 April 2025 Wednesday 12:58 am

দৌলতপুরে অপহৃত ছাত্রীর সন্ধান  ৬ দিনেও মেলেনি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অষ্টম শ্রেণীতে পড়া এক ছাত্রীকে হেলাল (২২) নামের এক বখাটে অপহরণ করে নিয়ে গেছে। 

উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ী এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। ছাত্রীর পরিবার এ নিয়ে দৌলতপুর থানায় অভিযোগ করেছে। অপহরণকারী হেলাল প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানাগেছে, প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের প্রবাসী মো. রাজন আলীর মেয়ে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়া (১৪) আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামে তার ফুফু রিক্তা খাতুনের বাড়ি থেকে পড়া লেখা করতো। 

নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বখাটে যুবক হেলাল তাকে উত্ত্যক্ত করার কারনে ৪মাস পূর্বে পরিবারের লোকজন সোনিয়াকে মধুগাড়ী গ্রামে মো. রুহুল আমীনের স্ত্রী ফুফু রিক্তা খাতুনের বাড়িতে রেখে আসেন। সেখান থেকে স্কুলছাত্রী সোনিয়া পড়া লেখা করছিল।

গত রবিববার সকাল ৮টার দিকে সোনিয়া কোচিং ক্লাস করতে যায়। এসময় মধুগাড়ী বাজার সংলগ্ন এলাকার রাস্তা থেকে হেলাল সঙ্গীয় লোকজন নিয়ে সোনিয়াকে একটি সিএনজি করে তুলে নিয়ে অপহরণ করে। 

এ ঘটনায় স্কুল ছাত্রীর দাদা ইনছান আলী বখাটে যুবক হেলাল সহ ৫জনকে আসামি করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন। তবে ঘটনার ৬দিন পার হলেও অদ্যাবধি স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

উধাও ছাত্রী উদ্ধারের বিষয়ে জানতে দৌলতপুর থানার ওসি’র মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।    

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ মার্চ ২০২৪