হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর থানায় শনিবার বেলা ০৩টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুব মোরশেদ।
বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. ওবায়দুল্লাহ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফয়সাল আহমেদ ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.শামীম মোল্লা, সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জমান হাবলু মোল্লা,জাতীয় পার্টির নেতা শাহরিয়ার জামিল জুয়েল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা আমির মো. আরজ উল্লাহ, হিন্দু বৈধ্য খ্রি. ঐক্য পরিষদের নেতা শ্রী দুলাল দেবনাথ, বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাইম ইসলাম, সেলিম বাসার সবুজ, খাজা আহম্মেদ, শাহাবুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলার ছাত্র নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক,সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে আহ্বান জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ আগষ্ট ২০২৪