Print Date & Time : 13 May 2025 Tuesday 8:58 pm

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

হেলাল উদ্দিন(দৌলতপুর):কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার। এ সময় দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.এজাজ আহমেদ মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি মো. টিপু নেওয়াজ, সমাজসেবা কর্মকর্তা মো.আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, পুলিশ ও বিজিবি’র সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে মাহে রমজানে যেন অস্বাভাবিক ভাবে নৃত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি না পাই ও বাজার নিয়ন্ত্রণে করোনীয় এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়।

দৈনিক দেশতথ্য//এল//