Print Date & Time : 4 July 2025 Friday 4:06 pm

দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩০ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো.
শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি মো. টিপু নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় মাহে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং,অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ মাদক,বাল্য বিয়ে,চুরি ছিনতাই রোধসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩০ মার্চ ২০২৩