দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান ও বিজিবি প্রতিনিধিগণ।

Print Date & Time : 27 August 2025 Wednesday 2:00 am