কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৩জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা তোলার মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়।
একটি বর্ণাঢ্য রেলি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১০টায় উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতা-কর্মীদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন কুষ্টিয়া-১দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম.সরওয়ার জাহান বাদশাহ্ ।
এরপর উপজেলা অডিটোরিয়াম রুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন, সহ-সভাপতি টিপু নেওয়াজ, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু,যুগ্ন সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছাদিকুজ্জামান খাঁন সুমন,সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান (আতিক)সহ অন্যান্যরা।
এসময় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা।
আর//দৈনিক দেশতত্য//২৩ জুন-২০২২//

Discussion about this post