Print Date & Time : 22 August 2025 Friday 3:08 pm

দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর বটতলা বাজারে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই পরস্পরকে দায়ী করছে। এদিকে বুধবার রাতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরী জানান, আমার নির্বাচনী প্রচারণা অফিসে নেতা কর্মীরা সন্ধ্যার সময় মানুষের সাথে নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় বিএনপি’র নেতাকর্মীরা আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। আমার নেতা কর্মীরা বাধা দিলে হামলাকারীরা গুলি চালায় এবং আমার কর্মী সমর্থকদের মটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। এদিকে বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম রকি জানান আওয়ামীলীগ প্রার্থীর লোকজন বটতলা এসে লাভলু মাস্টারের ভাতিজা তাদের কর্মী মাসুদ কে তুলে নিয়ে যেতে চায়। তারা লাভলু মাস্টার ও মাসুদের বাড়ি ভাঙচুর করে। সেখানে নিজেদের মধ্যে গোলাগুলি করে। মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এরপর উল্টো তারা আমাদের উপর দোষ চাপিয়ে থানায় অভিযোগ দিচ্ছে। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি তদন্ত মো: শফিক জানান আমরা একটি গোলযোগের খবর শুনেছি। সেখানে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। বিষয়টি তদন্ত করে তারপর জানা যাবে প্রকৃত ঘটনা কি? সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রত্যাহার করে সেখানে ইন্সপেক্টর জাবীদ হাসানকে নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ২৮ শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে না থাকলেও উপজেলার ১৪ টি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন বিএনপি নেতারা। একইসঙ্গে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। প্রায় দিনই কোনো না কোনো ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটছে।