Print Date & Time : 6 July 2025 Sunday 4:34 am

দৌলতপুরে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আগুন লেগে বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে গবাদি পশু।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের মৃত শাজাহান মলিথার ছেলে মিঠন মালিথার বাড়িতে অগ্নিকান্ড ঘটে তার ব্যাপক ক্ষতি হয়।

জানাগেছে, ওইদিন গভীর রাতে মিঠন মালিথার বাড়িতে অগ্নিকান্ড ঘটে তার বসতঘর ও দু’টি ছাগল কবুতরসহ বাড়ির সবকিছু পুড়ে ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডের খবর পয়ে রিফাইতপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দৈনিক দেশতথ্য//এল//