দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মৌজার বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জালাল উদ্দীন একই এলাকার হাদিয়ার ওয়ারিশ জুব্বার গংয়ের প্রাগপুর মৌজার ১২শতক জমি ক্রয় সূত্রে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। জালাল উদ্দীন তার জমিতে কাটাতারের বেড়া দিয়ে রাইচ মিল ও গরুর ঘরও করেছেন। দীর্ঘ ২০-২২ বছর পর আব্দুল খালেক নামে এক ভূমিদষ্যু ২২ সালের সিএস কাগজ মুলে জমি তার বলে দাবী করে বিভিন্ন ভাবে দখলে নেওয়ার চেষ্টা করতে থাকে।
খোঁজ নিয়ে দেখা গেছে, সিএস মুলে জমির মালিক ছিলেন প্যারিসুন্দরী বালা দাসী নামে এক মহিলা। ওই মহিলা হাদিয়াকে কোরফা মুলে জমি দিয়ে যায়। পরে হাদিয়া এসএ ও আরএস মুলে জমির মালিকানা বুঝে পায় বা সত্ববান হয়। হাদিয়া মারা যাওয়ার পর তার শরিক আব্দুল জুব্বারগং ২৮/০৫/২০০১ সালে জালাল উদ্দীনের নিকট বিক্রি করে দেয়। হঠাৎ করে আব্দুল খালেক গত ০৩/০৫/২০২২ তারিখ রাতে দূর্বৃত্তদের সঙ্গে নিয়ে জমির কাটা তারের বেড়া খুলে ওই জমি দখলের চেষ্টা করে। এরআগে জমির মালিক জালাল উদ্দীন গত ০৫/০২/২০২২ তারিখে প্রাগপুর ইউনিয়ন পরিষদ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল বিবাদী আব্দুল খালেককে ২৪/০৫/২০২২ তারিখে পরিষদে হাজির হওয়ার জন্য নোটিশ দিলে জালাল উদ্দীন হাজির হলেও বিবাদী আব্দুল খালেক হাজির হননি। পরে চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল বাদী জালাল উদ্দীনের পক্ষে রায় দেন এবং আদালতে যাওয়ার পরামর্শ দেন। চেয়ারম্যানের পরামর্শে জালাল উদ্দীন কুষ্টিয়ার আদালত বিবাদী আব্দুল খালেকের নামে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি নথিভুক্ত করে দৌলতপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জমির মালিক জালাল উদ্দীন জমিতে ঘর নির্মাণ করার জন্য ইট বালি ফেললে বিবাদী আব্দুল খালেক সিএস রেকর্ড মুলে আদালতের কাছে জমির উপর নিষেধাজ্ঞা চান। আদালত মিস ৭৫/২২, স্বারক নং ৬৪৯, ১৭/০৫/২০২২ তারিখে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শান্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য জমির উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমির উপর ঘর নির্মান করে আব্দুল খালেক। এরফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক দেশতথ্য//এল//