হেলাল উদ্দিন(দৌলতপুর) কুষ্টিয়া: “শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা, টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক নারী দিবস-পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মর্জিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আব্দুল জব্বার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্ষীর আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ।
প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো.আব্দুল জব্বার বলেন, প্রত্যেক নারীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বাংলাদেশ সরকার আজ নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করেছে। নারীদের ক্ষমতা, অধিকার, প্রতিষ্ঠায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সরকার সাধারণ মানুষকে সকল তথ্য জানাতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে। পুরুষের পাশাপাশি নারীরাও আজ দেশকে এগিয়ে নিতে সব ক্ষেত্রে অংশগ্রহণ করছেন। তাই সকলের সমন্বয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা মৎস্য কর্মকর্তা মো. স্বপন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেক প্রমুখ। পরে ৫০জন প্রশিক্ষণার্থীর মধ্যে মোট ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//