Print Date & Time : 11 May 2025 Sunday 4:13 am

দৌলতপুরে আফাজ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): বিনম্র শ্রদ্ধা স্মরণ করা হলো কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আফাজ উদ্দিন আহমেদকে।
আ’লীগের আপোষহীন এই নেতার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার। এ উপলক্ষ্যে দৌলতপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন উপজেলা আ’লীগ। এসব কর্মসূচির মধ্যে ছিল কবরস্থানে প্রয়াত নেতা আফাজ উদ্দিন আহমেদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা এবং মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী,পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী গুণগ্রাহীরা অংশ নেন।
পরে বিকেল ৫টায় উপজেলা আ’লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এতে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন,জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসানুর আসকার হাসু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.টিপু নেওয়াজ,সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু, সহ-সভাপতি ডি.এম সাইফুল ইসলাম শেলী দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জান খান সুমন,সরদার আতিয়ার রহমান আতিক প্রমুখ। আফাজ উদ্দিন আহমেদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//