Print Date & Time : 10 May 2025 Saturday 4:18 am

দৌলতপুরে আফাজ উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের আমৃত্যু সভাপতি মরহুম আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি-২০২২ এর পরীক্ষা প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে।
(১৯ নভেম্বর) শনিবার দৌলতপুর গার্লস কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন- দাড়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমাতুজ জহুরা,পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম,কেন্দ্র সচিব লাউবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিদ্দিকুর রহমান,প্রধান প্ররিক্ষক আল্লাহরদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

পরীক্ষা হল পরিদর্শন করেন মরহুম আফাজ উদ্দিন আহমেদের সন্তান দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন , দৌলতপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সজিবুল হক।

দৈনিক দেশতথ্য//এসএইচ//