কুষ্টিয়ার দৌলতপুরে প্রতি বছরের ন্যায় এবারও আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দৌলতপুর মডেল কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান শিশু শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আরমা গ্রুপের পক্ষ থেকে ৫ম থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তির আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, প্রভাষক শরীফুল ইসলাম,তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দৌলতখালী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ খানন
সহ অন্যান্যরা। পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণী থেকে নবম শ্রেণীর মোট ৮০৯জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।