Print Date & Time : 21 July 2025 Monday 9:24 am

দৌলতপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল

দৌলতপুর, (কুষ্টিয়া) প্রতিনিধি: বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল দৌলতপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠন সম্পাদক সরদার আতিয়ার রহমান সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লী, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//