হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার এর হস্তক্ষেপে সংসার ফিরে পেয়েছেন এক নারী।
সোমবার (৭ নভেম্বর) দৌলতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শশীধরপুর এলাকা থেকে এক নারী তার পারিবারিক সমস্যার কথা আমাকে জানান ।ওই নারী মৌখিক ভাবে বলেন তার স্বামী তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলে একটি বাচ্চা নিয়ে তার মায়ের সংসারে কষ্টের সাথে খেয়ে না খেয়ে দেড় বছর কাটান। স্হানীয় লোকজনকে বলেও সমস্যার সমাধান হয়নি।
ইউএনও আরও জানান পরে ওই নারীর স্বামী একই ইউনিয়নের কল্যানপুর এলাকার নবীর উদ্দিনের ছেলে মিজানুর রহমানকে ডেক বিস্তারিত শুনে উভয়পক্ষের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ ও মধ্যস্থতায় বিষয়টির পারিবারিক সমাধান হয়।
এতে উভয় পক্ষই উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় হোগলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মাহাবুল ,৪নং ওয়ার্ড সদস্য শহীদুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post