Print Date & Time : 10 May 2025 Saturday 10:15 am

দৌলতপুরে ইউএনও শিক্ষা বৃত্তি প্রদান

দৌলতপুরে  শিক্ষার্থীদের মাঝে ইউএনও শিক্ষা বৃত্তি-২০২২ প্রদান অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম।

ইউএনও শিক্ষা বৃত্তিকে শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস উল্লেখ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এ বৃত্তি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী ও আকৃষ্ট করবে এবং অসচ্ছল, বিশেষ চাহিদাসম্পন্ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ এ্যাড. এজাজ আহমেদ মামুন এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেক,প্রাথমিক শিক্ষা অফিসার সাইকা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় দৌলতপুর উপজেলার ৯জন শিক্ষার্থীকে ইউএনও শিক্ষা বৃত্তি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//