কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিবন্ধীদের সঠিক যাচাই বাছাই কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে। প্রত্যেক ইউনিয়নে এই কার্যক্রম ধারাবাহিকভাবে করা হবে বলে জানাযায়।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
প্রতিবন্ধীদের সঠিক যাচাই বাছাই কার্যক্রমে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসারের সমন্বয়ের একটি টিম।এর আগে ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন প্রতিবন্ধী ভাতা ভোগি ও যারা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ভাতা পাচ্ছেন না তাদের মাইকিংও সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে এই কার্যক্রমে অংশ গ্রহণের আহ্বান জানান।
এবিষয়ে দৌলতপুর উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) মো.আব্দুল জব্বার বলেন আমাদের কাছে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসে যে,যারা প্রতিবন্ধী না,তারাও বিভিন্ন কৌশলে এই ভাতা সুবিধা নিচ্ছে, এতে অনেক প্রকৃত প্রতিবন্ধী বাদ পড়ছে ভাতা সুবিধা থেকে। এই অভিযোগের ভিত্তিতে আমরা উপজেলা মাসিক সমন্বয়ে কমিটির মিটিং থেকে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনের উপস্থিতে এই সিদ্ধান্ত গ্রহণ করি ।এবং এই কার্যক্রম খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদ থেকে প্রথম শুরু করি। তিনি সকলের সমন্বয়ে এই প্রক্রিয়ার মাধ্যমে সঠিক প্রতিবন্ধী বাছাই সম্ভব হবে বলে আশা করেন। খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন এই কার্যক্রমের মাধ্যমে যারা প্রতিবন্ধী তারা যেন উপজেলা সদরে না যেয়েও খুব দ্রুত ভাতা সুবিধার আওতায় আসে সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সাথে যারা প্রতিবন্ধী না হয়েও বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ভাতা সুবিধা পাচ্ছে তাদের কাগজপত্র ও শারীরিক বিষয়াবলি যাচাই-বাছাই পূর্বক শনাক্ত করা হচ্ছে,পরবর্তীতে তারা যেন অবৈধ ভাতা সুবিধা না পাই সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র ইউনিয়নে বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ জানুয়ারি ২০২৩