দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের ডাংমড়কা সেন্টার মোড় সংলগ্ন এলাকায় একটি ইট ভাটার কাজ বন্ধ করতে এসে হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে দৌলতপুর থানায় দুই ভিন্ন সাক্ষরকারী একটি এজাহার এবং একটি সাধারণ ডায়েরি জমা দিয়েছেন। ইট ভাটা ব্যবসায়ী এমআরএন ব্রিক্সসের সত্বাধিকারী গোলাম মোস্তফা জানান, সোমবার সকালে স্থানীয় হাবিবুর, মিরাজ, শিমুল এবং স্বপন সহ আরও বেশকিছু লোক এসে ইট ভাটার শ্রমিকদের গালাগালি দিতে থাকে এবং কাজ বন্ধ করে দিতে বলে৷ এসময় তিনি (গোলাম মোস্তফা) কথা বলতে গেলে তার ওপর হামলা চালানো হয়। আক্রমণকারীরা লাঠিসোটা নিয়ে সজ্জিত ছিলো।
ডাংমড়কা বাজারপাড়ার আনিছুর রহমান অভিযোগ করেন, তার এবং তার ভাইয়ের প্রায় পঞ্চাশ বিঘা জমি লিজ নিয়ে ইট ভাটার ব্যবসা করে আসছেন ব্যবসায়ীরা। ভাটার কাজে বাঁধা দেয়া হচ্ছে জেনে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তার (আনিছুর) ওপরও হামলা চালায়। আহতরা ইতোমধ্যেই চিকিৎসা নিয়েছেন।
অভিযোগকারীরা বলেন, এ ঘটনায় শ্রমিকেরা আতঙ্কিত রয়েছে। ভাটার কার্যক্রম বন্ধ আছে। আক্রমণকারীরা ওই এলাকা দখলে রেখেছে।
দৌলতপুর থানার ওসি আওয়াল কবির জানিয়েছেন, সাধারণ ডায়েরি এবং লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হামলার অভিযোগ সম্পর্কে প্রধান অভিযুক্ত হাবিবুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ইট ভাটাটির ওপর অভিযুক্তদের দীর্ঘদিনের আক্রোশ।
এহ/11/11/24/ দেশ তথ্য

Discussion about this post