দৌলতপুর প্রতিনিধি(কুষ্টিয়া):দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার স্থানীয় একটি মসজিদের ইমামকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রহিদুল (৪০) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত তিনটার সময় জেলার কুমারখালী উপজেলায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি রহিদুলকে গ্রেফতার করে।
রহিদুল জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বেলা ১২ টার দিকে জমি জায়গা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়রামপুর এলাকার মৃত ইসরাইল হোসেনের বসত বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে রহিদুল ও তার লোকজন।
এমন অবস্থায় বাড়িতে ভাঙচুর লুটপাটে তাদের বাধা দিলে ইসরাইলের ছেলে আব্দুল্লাহ সাহাবী কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। রহিদুল, রেজাউলসহ ৭ জন অস্ত্রধারীরা।অস্ত্রধারীদের হামলায় আব্দুল্লাহ সাহাবী (স্থানীয় মসজিদের ইমাম) গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ সাহাবীর একটি চোখ উপড়ে যায় এবং সে অন্ধত্ব বরণ করে ।
এ ঘটনায় আব্দুল্লাহ সাহাবীর মা বাদী হয়ে রহিদুল কে প্রধান আসামি করে মোট সাত জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে প্রধান আসামি রহিদুলকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।

Discussion about this post