Print Date & Time : 10 May 2025 Saturday 1:49 pm

দৌলতপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

উপজেলার খলিসাকুন্ডি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার সকাল ৯ টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের নিকট হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে খলিসাকুন্ডি বাজারের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খলিসাকুন্ডি বাজার কমিটির সভাপতি রাহেন উদ্দিন মেম্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোদাচ্ছির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন, খলিসাকুন্ডি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

আয়োজিত কর্মসূচীগুলোতে স্বতস্ফুর্ত ভাবে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ মে ২০২৩