Print Date & Time : 13 May 2025 Tuesday 12:46 pm

দৌলতপুরে উদ্বুদ্ধকরণ কর্মশালা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভূক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিল্স অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর উদ্বুদ্ধকরণ কর্মশালায় দৌলতপুরের ৮১টি বিদ্যালয়ের প্রধান ও লাইব্রেরীর দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেয়।

দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মো. আবু সালেকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সরকারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মফিজুল ইসলাম, দৌলতপুর হিসাব রক্ষন অফিসার (এসইডিপি) মুন্সী মুহ. আব্দুল মান্নান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন।

উদ্বুদ্ধকরণ কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার আব্দুল্লাাহ মুহাম্মদ কুরাইশী ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর উপজেলার দায়িত্বপ্রাপ্ত এ্যাসিষ্টেন্ট ম্যানেজার মাহফুজুর রহমান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//