Print Date & Time : 27 August 2025 Wednesday 2:03 am

দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৬ আগস্ট)সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখ,দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদুল হাসান তুহিন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হাসান,প্রাগপুর বিজিবির কোম্পানি কমান্ডার মজিবুল রহমান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস,সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক রকি আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।