কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ অক্টোবর) সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। এসময় দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন,দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. রাকিব হোসেন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় দৌলতপুর উপজেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার,সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোর গ্যাং,ইভটিজিং,বাল্য বিবাহ প্রতিরোধসহ মাদক মুক্ত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দৌলতপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন সরওয়ার জাহান বাদশাহ্ এমপি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ অক্টোবর ২০২৩

Discussion about this post