হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ জানুয়ারি )সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ ।
এসময় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. রাকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সিদ্দিকা, সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অসুস্থ গরু ছাগল বাহিরে থেকে জবাই করে এনে খলিসাকুন্ডি মাংসের বাজারে বিক্রির বিষয়টি প্রশাসনের নজরে আনেন খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জুলমত হোসেন এবং এর প্রতিকার দাবি করেন।
এসময় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বাল্য বিয়ে, ইভটিজিং সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিয়ে আলোচনা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৯ জানুয়ারি ২০২৪