Print Date & Time : 12 May 2025 Monday 3:18 pm

দৌলতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১৯ অক্টোবর) বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি আ্যাড.আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।

এ সময় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ , দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. কাউসার আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

জা//দৈনিক দেশতথ্য//১৯ অক্টোবর ২০২২//