কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। (৩ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলা মিলনায়তন রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ উদ্দিন রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ,যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, সরদার তৌহিদুল ইসলাম, ডি এম সাইফুল ইসলাম শেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্ষীর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মায়াবী রোমান্স মল্লিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগানসহ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের কাউন্সিলে যোগদানের বিষয় সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খালিদ সাইফুল /দৈনিক দেশতথ্য

Discussion about this post