দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১১ নং আদাবাড়ীয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা প্রর্যন্ত ভোট গ্রহন হয় । ২০২১ সালের ২৮ শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে আদাবাড়ীয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে তালা প্রতিক নিয়ে শাহাজাহান আলী নির্বাচিত হন। তার মৃত্যু হলে, পুনরায় ৭ নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন চলাকালীন সময়ে কোন প্রকার ঝুটজামেলা ছাড়ায় শান্তিপুর্নভাবে ভোট গ্রহন শেষ হয়।
ইউ.পি সদস্য পদ নির্বাচনে ৫ জন প্রার্থী অংশগ্রহন করে তালা প্রতিক নিয়ে সেলিনা খাতুন, ফুটবল প্রতিক নিয়ে লিপটন হোসেন তোতা, টিউবওয়েল প্রতিক নিয়ে সোহেল রানা, মোরগ প্রতিক নিয়ে মিনারুল ইসলাম, বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে রাশিদুল ইসলাম প্রতিদ্বদ্বীতা করেন। প্রিজাইডিং অফিসার মোঃ খামিদুল ইসলাম জানান কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৬৭৭ তম্মধ্যে পুরুষ ১৮৫৮ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৮১৯ জন। সর্বমোট ভোট পোল হয়েছে ২৭৪১ টি। সকাল ন’টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপুর্নভাবে ভোট গ্রহন হয়। বেসরকারী ভাবে টিউবওয়েল প্রতীক নিয়ে ১১৫৭ টি ভোট পেয়ে মোঃ সোহেল রানা নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বদ্বী মোঃ রাশিদুল ইসলাম বৈদ্যতিক পাখা প্রতিক নিয়ে ৬৭১ টি ভোট পেয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post