Print Date & Time : 12 May 2025 Monday 4:41 pm

দৌলতপুরে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন

ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে  এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা  মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও পুরস্কার প্রদান করা হয় । আলোচনা সভা শেষে  বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দ সহ উপস্থিত অসহায় এতিম মিসকিনদের মাঝে নিজেদের রান্না করা খাবার বিতরণ করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে এশিয়ান  টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান শিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন, প্রচার সম্পাদক মির্জা আলম রিগান,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু, সিনিয়র সাংবাদিক  সাইফুল ইসলাম শাহীন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাধারণ সম্পাদক মো. ফিরোজ কায়সার, আহসান হাবীব লেলিন সহ এশিয়ান টেলিভিশনের সাধারণ দর্শক, রাজনীতিবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিক ও সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,১ জানুয়ারি ২০২৩