দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ‘সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে, এসো মিলি মোরা সৃজনী ছন্দে’ এই স্লোগানে দৌলতপুরের বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি বণার্ঢ্য র্যালী বের করা হয়।
বাদ্যযন্ত্রের তালে তালে র্যালীটি বড়গাংদিয়া বাজার সহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হবে দু’দিন ব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান।
দুইদিনব্যপী উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯১ ব্যাচের প্রায় দুইশত জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post