Print Date & Time : 4 August 2025 Monday 10:03 am

দৌলতপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন 

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় দৌলতপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দৌলতপুর থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সংগঠন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

 এসময় দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

পরে সকাল ৯.৩০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্র সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম ও দৌলতপুর প্রেসক্লাবের সভাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। 

আলোচনা সভা পরিচালনা করেন দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাফিউল ইসলাম। আলোচনা সভায় দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

 পরে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনের অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য ‘মরেও তুতি আমর হয়েছ বঙ্গবন্ধু শেখ মুজিব’। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দৌলতপুর আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ মার্চ ২০২৪