Print Date & Time : 20 July 2025 Sunday 9:26 am

দৌলতপুরে ওয়াকার্স পার্টির লাল পতাকা মিছিল

কুষ্টিয়ার দৌলতপুরে ওয়াকার্স পার্টির লাল পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মার্কিন সম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় অনুচরদের ষড়যন্ত্র রুখো, উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবিতে এ লাল পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বেলা ১১টায় দৌলতপুর থানা বাজার থেকে লাল পতাকা মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে সামনে পথাসভার মধ্যদিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়াকার্স পাটির সদস্য কমরেড মজিবুর রহমান, সদস্য ও জেলা ওয়াকার্স পাটির সভাপতি ফজলুল হক বুলবুল, সাধারন সম্পাদক হাফিজুর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক সমিতির সদস্য প্রভাষক লুৎফন হক পাম্পনা, সদস্য গুজরত মোল্লা, ওহিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম মাষ্টার, দাউদ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও উজ্জল হোসেন প্রমুখ। পথসভা শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। বাংলাদেশ ওয়াকার্স পাটি দৌলতপুর উপজেলা শাখা লাল পতাকা মিছিল ও পথসভার আয়োজন করে।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৩,২০২৩//