Print Date & Time : 12 May 2025 Monday 4:56 am

দৌলতপুরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনয়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
জাতীয় কালাজ্বল নির্মূল কর্মসূচী (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর এ অবহিকতরণ সভার আয়োজন করে।
কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণে কালাজ্বর সংক্রান্ত সার্বিক বিষয়ে পাওয়ার পয়েন্টে তথ্য উপাত্ত উপস্থাপন করেন, জাতীয় কালাজ্বল নির্মূল কর্মসূচীর আঞ্চলিক সমন্বয়ক ডা. মো. মিজানুর রহমান, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. শরীফ মো. কাফি ও কীটতত্ববিদ মো. আলতাফ হোসেন।
অবহিতকরণ সভায় দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু ও দৌলতপুর থানার উপ-পরিদর্শক সুফল,  উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//৭ এপ্রিল ২০২২//