হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন,পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান,উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ সোহেল রানা,উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা কাফিল উদ্দিন,সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

Print Date & Time : 24 August 2025 Sunday 11:08 pm