হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার ২৫৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ ও ৩০ কেজি করে সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো.নুরুল ইসলাম,স্হানীয় আ’লীগের নেতা কর্মী সহ অত্র দপ্তরের অন্যান্যরা কর্মকর্তা কর্মচারী।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post