হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে। কিন্তু তামাক এলাকা হওয়ায় বর্তমান পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট।এ অবস্থায় কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় এক কৃষকের হাতে এসিআই কোম্পানির একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই কৃষক হলেন- উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের চরদিয়ার গ্রামের মো. নাসির বিশ্বাস।মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম সহ অন্যান্যরা।উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিনটির মূল্য ২৭ লাখ টাকা। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় মেশিনটিতে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।
দৈনিক দেশতথ্য//এল//