কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত কেমিকেল মিশিয়ে কাচা টমেটো পাকানো দায়ে এক ব্যবসায়ীর অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামে রাসায়নিক পদার্থ বা বিষাক্ত কেমিকেল ব্যবহার করে কাচা টমেটো পাকানোর দায়ে অভিযক্ত করে বিল্লাল হোসেন (২২) নামে ওই ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. আব্দুল জব্বার।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আদাবাড়িয়া গ্রামে অপরিপক্ক বা কাচা টমেটো বিষাক্ত কেমিকেল দিয়ে পাকানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বাররের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় সবজি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ধারায় তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দৌলতপুর উপজেলার তেকালা গ্রামে রাসায়নিক পদার্থ বা বিষাক্ত কেমিকেল মিশিয়ে টমেটো পাকানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এসময় জব্দকরা কেমিকেল মিশ্রিত প্রায় ১০০মন টমেটো ধ্বংশ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সবজি ব্যবসায়ী বিল্লাল হোসেন তেকালা পশ্চিম পাড়ার কামরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এমন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য

Discussion about this post