কুষ্টিয়ার দৌলতপুরে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়।
গতকাল বুধবার ( ২২জুন) বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ এ্যাড. এজাজ আহমেদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি মো. টিপু নেওয়াজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমানসহ অন্যরা।
চেক বিতরণ অনুষ্ঠানে ৩৫জন ক্যান্সার আক্রান্ত রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সমাজ সেবা অধিদপ্তর বিশেষ প্রকল্পের আওতায় প্রতিবছর এ ধরনের মুমূর্ষু রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য অনুদান প্রদান করে থাকে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২২, ২০২২//

Discussion about this post