হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ মার্চ) সকালে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেক, প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা,উপজেলার বিভিন্ন ইউপি’র চেয়ারম্যানগণ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্য গণ এবং ২৫ মার্চ, ১৯৭১ এর কালোরাতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।
দৈনিক দেশতথ্য//এল//