Print Date & Time : 2 July 2025 Wednesday 12:51 am

দৌলতপুরে গরু চুরি

মোঃ মহির উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া) : জেলা দৌলতপুর সদর ইউনিনের দৌলতখালী গ্রামের জাহাঙ্গীরের গরু চুরি হয়েছে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে জাহাঙ্গীর বলেন, প্রতিদিনের ন্যয় গত রাতে গরুকে খাবার খাওয়ায়ে ঘরে বেধে রাখি। রাত ১২ টার পরে আমরা বাড়ির লোকজন ঘুমাতে যায়। রাত অনুমানিক ১টার পরে উঠে দেখি গোয়াল ঘরে গরু নাই। গরুটার দাম এখন প্রায় ১ লক্ষ টাকা। গরুটা চুরি হওয়াতে আমি অনেকটা পথে বসার মত।

এদিকে সচেতন মানুষের দাবি দৌলতপুরে ইদানিং প্রায় এলাকাতে গরু সহ দোকানপাটে চুরি সংঘটিত হচ্ছে।
আমরা কৃষকের সন্তান আমরা চাই গরু সহ সকল চুরি বন্ধে কাজ করবে প্রশাসন।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানায়, চুরির বিষয়ে আমাদের কেউ কোন তথ্য দেয় নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এল//