Print Date & Time : 20 April 2025 Sunday 12:19 am

দৌলতপুরে গলাকাটা বস্তা বন্দি লাশ উদ্ধার

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর  গ্রামের  মুনতাজ সরদারের ছেলে রুহুল সরদারের গলাকাটা লাশ পাওয়া গেছে। লাশটি পুর্ব-পশ্চিম ফিলিপনগর মাঠে মাহাতাবের জমিতে  বস্তাবন্দি অবস্থায় পুতে রাখা হয়েছিল।

জমি মালিক মাহাতাবের স্ত্রী মনোয়ারা জানান, বেলা ৩ টার সময় জমি চাষের জন্যে মাঠে গিয়ে জমির পশ্চিম পার্শে কবরের আকৃতি দেখতে পায়। বিষয়টি ইউপি সদস্য আমিনুল ইসলাম আন্টু  ও ইছাহকের ছেলে সোহেল কে জানায়। তারা পুলিশকে খবর দিলে মঙ্গলবার বিকাল ৪ টার সময় মাটি খুড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে রুহুল সরদারের মা জানান,পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে গলা কেটে হত্যা করেছে। রুহুলের স্ত্রী  জানান, তার স্বামীকে ৪ জন লোক গত ২০ তারিখ রাতে ডেকে নিয়ে যায়। তার পরে তার কোন খোজ-খবর পায়নি। তার মোবাইল নাম্বারে ফোন দিলে বন্ধ পাই। 

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, এলাকাবাসী লাশের পরিচয় নিশ্চিত করেছে। সে চরসাদিপুর  গ্রামের  মুনতাজ সরদারের ছেলে রুহুল। বস্তা বন্দি গলা কাটা ওই লাশটির হাত ও পা দড়ি দিয়ে বাধা ছিলো। তদন্ত করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//২২ ফেব্রুয়ারী, ২০২২//