নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটিয়েছে নিহত যুবকের এলাকারই কিছু মানুষ।
বুধবার দিনশেষে রাতে তাঁকে স্থানীয় গোলাম আলীর বাড়ির ভেতরে গাছে বেঁধে নির্যাতন চালানো হয়। সকালে মৃত্যু হয় মহিষকুন্ডির গোলাম মোস্তফার ছেলে আরিফুল ইসলামের।
নিহত যুবকের পিতা বলেন, আমার ছেলেকে গোলাম আলী, মোস্তফা, মিঠন হোসেন সহ আরও কয়েকজন গাছে বেঁধে সারারাত মেরেছে, ওরা প্রভাবশালী হওয়ায় আমার ছেলেকে জীবিত উদ্ধার করতে পারিনি।
অভিযুক্ত গোলাম আলী ও ঘটনাস্থলের প্রতিবেশী এক বীর মুক্তিযোদ্ধা গণমাধ্যমকে বলেন, আনুমানিক রাত তিনটার দিকে গোলাম আলীর লোকজন আরিফুল ইসলাম বুশকে মারধর করছে বিষয়টি আমরা বুঝতে পারি। ছেলেটির চিৎকার শুনে আমরা গোলাম আলীর বাড়িতে গিয়ে মারধর করতে নিষেধ করি, বিষয়টি জানতে চাই, তারা বুশের বিরুদ্ধে চুরির অভিযোগ জানায় এবং আমাদের ওই বাড়ি থেকে বের করে দেয়।
সংশ্লিষ্ট ইউনিয়ন প্রাগপুরের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ঘটনাস্থলে এসে শুনলাম যুবক বুশকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুশের হত্যাকারীদের বিচার দাবি করেছেন তার পরিবার। দৌলতপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে প্রতিবেদন লেখা পর্যন্ত।
অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি, আইনানুগ সকল পদক্ষেপ চলছে।
দৌলতপুর পুলিশ সুত্রে জানা গেছে, যুবক বুশকে মারধর করে হত্যার আলামত পাওয়া গেছে।

Discussion about this post