মোঃ মহির উদ্দীন (স্টাফ রিপোর্টার): কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছেন রাকাত নামের এক ব্যক্তি। রাকাত উপজেলার ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বেগুনবাড়ীয়া গ্রামের নিপার মন্ডলের ছেলে। দৌলতপুর থানায় অভিযোগ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রাকাত ও তার পরিবারের লোকজন বৃহস্পতিবার ওই গৃহবধুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং দু’জনকে আহত করে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ -২-২২ইং ) দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রাকাত পেশায় একজন ভুষিমাল ব্যবসায়ী।জানা গেছে, গত ১৬ -২-২০২২ইং দিবাগত রাত ৩টার সময় পার্শবর্তী কল্যাণপুর এলাকার মানিক পীরের আস্তানায় ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার সময় জয়রামপুর বৈরতলা নামক স্থানে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা উপজেলার বেগুনবাড়ীয়া গ্রামের নিপার মন্ডলের ছেলে রাকাত একই গ্রামের দিনমজুরের স্ত্রী ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার সাথে থাকা ছোট ছোট দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রাকাত পালিয়ে যায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, ভিকটিম নিজেই থানায় এসে অভিযোগ করেছেন । আমারা প্রাথমিক তদন্ত করেছি , আরো অধিকতর তদন্ত করে মামলাটি রেকর্ড করা হবে। বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post